লাকসামে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের মতবিনিময় সভা
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ১৯:৩৯ | অনলাইন সংস্করণ
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে "নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এ শ্লোগানে কুমিল্লার লাকসামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।
২৫ জুলাই (মঙ্গলবার) সকালে লাকসাম উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী।
এ উপলক্ষে মৎস্য চাষীদের উদ্বুদ্ধ করতে লাকসামে সপ্তাহ ব্যাপী মাইকিং, ব্যানার, পোষ্টার ও ফেস্টুনের মাধ্যমে মৎস্য বিভাগ প্রচার প্রচারণা চালিয়ে যাবেন।
এছাড়াও মাছের পোনা অবমুক্ত, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়, পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, মৎস্যচাষ অনুশীলন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। মৎস্য ও মৎস্যজাত দ্রব্য সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করছে। শুধু তাই নয়, গ্রমীণ জনগোষ্ঠীর ৬০ শতাংশ আমিষের ঘাটতিও পূরণ করে থাকে মাছ। সেই লক্ষের অংশ হিসেবে লাকসাম উপজেলায় ৩০০০ মেঃটঃ মাছ উৎপাদন হচ্ছে৷
মৎস্য সপ্তাহ উপলক্ষে তিনি সকলের উপস্থিতি ও সর্বাত্বক সহযোগিতা কামনা করেছেন।