ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সখীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা 

সখীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা 

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগানকে প্রতিপাদ্য করে টাঙ্গাইলের সখীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।

সোমবার দুপুরে এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা শ্রেষ্ঠ মৎস্যচাষীদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ এবং পোনামাছ অবমুক্ত করা হয়েছে। মৎস্য অধিদপ্তর সখীপুর আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফারজানা আলমের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন না।

আলোচনা সভায় পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমিন, মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা, কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মণ, ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার প্রমুখ বক্তব্য দেন।

আলোচনা শেষে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম উপজেলার শ্রেষ্ঠ মৎসচাষীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

সখীপুর,জাতীয়,মৎস্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত