রংপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ২০:৫৮ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

বিভাগীয় নগরী রংপুরে র‌্যালী, মাছের পোনা অবমুক্ত করণ, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩।

মঙ্গলবার সকালে  রংপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি বনার্ঢ্য র‌্যালি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মাঠে এসে শেষ হয়। পরে টাউন হল অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, বিভাগীয় মৎস্য উপ- পরিচালক সাইফুদ্দিন ইব্রাহিম।এতে বক্তব্য রাখেন জেলা আওযামীরীগের যুগ্ম সম্পাদক  মাজেদ আলী বাবলু ,জেলা মৎস্য অফিসার বদরুজ্জামান মানিক , মৎস্য চাষী আব্দুল আজিজ, মনোরন্ঞন দাস, সুধীর চন্দ্র প্রমূখ । এর আগে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় । 

শেষে জেলা শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মর্ধ্যে সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়। এ অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা এবং মৎস্য অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।