ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার ২ আসামীর রিমান্ড মঞ্জুর

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার ২ আসামীর রিমান্ড মঞ্জুর

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালা সাতরাস্তা গ্রামের চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার সন্দেহভাজন আসামী ২ বন্ধুকে ২দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

তারা হলো, ওই উপজেলার চালা দক্ষিণপাড়া গ্রামের দয়ালচন্দ্র রাজবংশী (৩৬) ও এনায়েতপুর থানার রুপসী গ্রামের কাবিল ওরফে রনি (৩২)। বুধবার দুপুরে তাদের এ রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। বেলকুচি থানার ওসি খায়রুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত ১৫ জুলাই রাতে ওই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরপাড় এলাকায় রুবেলকে (৩০) কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ধারণা করা হচ্ছে আর্থিক লেনদেনের ঘটনায় তাকে খুন করা হয়েছে। এ ব্যাপারে নিহতের বাবা হাজী লোকমান বাদী হয়ে অজ্ঞাত আসামী করে সংশ্লিষ্ট থানায় মামলা করেন। পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের বিপিএম (বার), পিপিএম (বার) দিক নিদের্শনায় বিশেষ তদন্তে এ হত্যাকান্ডে জড়িত সন্দেহে ১৭ ও ১৮ জুলাই রাতে অভিযান চালিয়ে ওই ২ বন্ধুকে গ্রেফতার করা হয় এবং ১০ দিনের রিমান্ডের আবেদন করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত ওই ২ বন্ধুর উল্লেখিত রিমান্ড মঞ্জুর করেন।

সিরাজগঞ্জ,হত্যা,মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত