ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জ থেকে আন্ত:জেলা প্রতারক চক্রের ১ সদস্য গ্রেফতার 

সিরাজগঞ্জ থেকে আন্ত:জেলা প্রতারক চক্রের ১ সদস্য গ্রেফতার 

পটিয়া থেকে প্রতারণার মাধ্যমে স্বর্ণ নিয়ে পালিয়ে যাওয়া এক আন্ত:জেলা প্রতারক দলের এক হোতাকে আটক করেছে পুলিশ। পটিয়া থানার পুলিশ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকা থেকে মো: রাসেল (৩৮) এক প্রতারককে আটক করেছে।

সে শরীয়তপুর জেলার জাজিরা থানার বড়কান্দি ইউপির টিএনটি মোড় এলাকার মৃত আবদুল খালেকের পুত্র।

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ ড.আশিক মাহমুদ এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, গতকাল ২৫ জুলাই প্রতারণার মাধ্যমে স্বর্ণসহ রাসেল নামের এই প্রতারককে তথ্য প্রযুক্তির সহায়তায় আটক করে পটিয়া থানা পুলিশ।

আটক প্রতারক নিজকে ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে গত ১৪ জুলাই পটিয়া স্টেশন রোডের হাইদগাঁও গিনি হাউস থেকে ক্রেতা সেজে ১২ ভরি স্বর্ণ কেনে। পরে টাকা আনার নামে স্বর্ণ নিয়ে সে কৌশলে পালিয়ে যায়। পুলিশ ক্লু লেশ এই মামলা তদন্ত করতে গিয়ে তথ্য প্রযুক্তির আশ্রয় নেয়। বার বার সে তার অবস্থান পরিবর্তন করতে থাকায় তাকে ধরতে পুলিশকে বেগ পেতে হয়।

পরে পুলিশ গরু ক্রেতা সেজে ঐ এলাকায় অবস্থান নিয়ে তাকে আটক করে। আটকের সময় পটিয়া থেকে প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত ১২ ভরি স্বর্ণ ছাড়াও ৩ মাস আগে শরীয়তপুর থেকে চুরি করা ৪ ভরি ১৪ আনা স্বর্ণসহ মোট ১৬ ভরি স্বর্ণ উদ্ধার করে। প্রতারক চক্রটি এই সব স্বর্ণ নারায়নগঞ্জের কালির বাজারের পি,কে জুয়েলার্সের নিকট বিক্রি করে বলে জানিয়েছে।

পটিয়া থেকে নিয়ে যাওয়া স্বর্ণালংকারগুলো সে সম্পূর্ণ গলিয়ে বিস্কুটে পরিণত করে। অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর আশিক মাহমুদ ব্যবসায়ীদের সতর্কতার সাথে লেনদেনের পরামর্শ দিয়ে বলেন, পটিয়ায় অপরাধ করে কোথাও পালিয়ে থাকা যাবেনা।

সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পটিয়া থানার ওসি প্রিটন সরকার, ওসি তদন্ত সাইফুল ইসলাম, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই উৎপল সরকারসহ পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সিরাজগঞ্জ,প্রতারক,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত