বেগমগঞ্জের বৃক্ষরোপন কর্মসুচি পালন
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ২০:১২ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মীরওয়ারিশপুর ফাজিল মাদ্রাসায় বৃক্ষরোপন কর্মসুচি পালন করা হয়েছে।
বুধবার বিকেলে শাহজালাল ইসলামি ব্যাংক চৌমুহনী শাখার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গনে গাছের চারা রোপন কর্মসুচির প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করে নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ¦ মামুনুর রশিদ কিরন।
এর আগে মাদ্রসা মিলনায়তনে মীরওয়ারিশপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ শামসুল এরফানের সঞ্চালনায় এবং শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ চৌমুহনী শাখার জে এ ভিপি এন্ড ম্যানেজার এম এ হান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মামুনুর রশিদ কিরন এমপি। বিশেষ অতিথি ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের এসভিপি ইমাম হোসেন গাজী, মাদ্রাসার পরিচালনা কমিটির কার্যকরী সহসভাপতি বেলাল হোসেন বাবুল, চৌমুহনী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু বকর ছিদ্দিক টিপুসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশিদ কিরন এমপি বৈশি^ক পরিবেশ থেকে রক্ষার জন্য এবং নিজের পরিবারের আর্থিক সচ্ছ¡লতার জন্য অন্তত পক্ষে একটি করে হলেও গাছ লাগানো দরকার। এসময় তিনি আগামী দ্বাদশ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য সবার প্রতি আহবান জানান।পরে মাদ্রাসার তিনশত শিক্ষার্থীদের মাঝে একটি করে ফলজ গাছ বিতরণ করা হয়।