সাঁথিয়ার কৃষকের মাঠ স্কুল দিবস পালিত
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ১২:৫৭ | অনলাইন সংস্করণ
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার সাঁথিয়ায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে "পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় কৃষক স্কুলের মাঠ দিবস পালিত হয়েছে।
বুধবার (২৬ জুলাই) দুপুরে পৌরসভাধীন তেঘরী গ্রামে কৃষক আনিসুর রহমানের সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুল দাইয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জিব কুমার গোস্বামী।
এসময় আরো বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরী, উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা গোপাল কুমার সেন, কৃষক রাজু আহম্মেদ, কৃষানী রিনা খাতুন প্রমূখ।
কৃষি কর্মকর্তা সঞ্জিব কুমার গোস্বামী বলেন, আমরা কৃষকের মাঠ স্কুলের মাঠ দিবসের মাধ্যমে কৃষককে নিরাপদ পরিবেশবান্ধব ফসল উৎপাদনে দক্ষ করে গড়ে তুলতে কাজ করছি। এতে করে কৃষক আগামীতে নিরাপদ সবজি উৎপাদনে বাংলাদেশের রোল মডেল হবে।