টাঙ্গাইলের সখীপুরে দুইদিন ব্যাপী সাহিত্য মেলা শুরু হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সখীপুর উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।
বৃহস্পতিবার সকালে স্থানীয় হল রুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে সাহিত্য মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, চর্যাপদ গবেষক প্রিন্সিপাল আলীম মাহমুদ, জেলা কালচারাল অফিসার এরশাদ হাসান, বীর মুক্তিযোদ্ধা এম ও গণি, কবি মোসলিমা খাতুন, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন প্রমুখ বক্তব্য দেন। মেলার উদ্বোধনী দিনে আলোচনা সভা, লেখক কর্মশালা ও সাহিত্য আড্ডার আয়োজন করা হয়।
সাহিত্য মেলায় কয়েকটি বইয়ের স্টলও স্থান পেয়েছে। শুক্রবার সমাপনী দিনে টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।