ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বোয়ালখালীতে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

বোয়ালখালীতে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

বোয়ালখালীতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ও র‌্যালি বের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম ৮আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে নোমান আল মাহমুদ এমপি বলেন, দেশে জনসংখ্যার পাশাপাশি খাদ্য উৎপাদনও বাড়ছে। এ দেশ আজ খাদ্য স্বয়ং সম্পূর্ণ।

খেয়াল রাখতে হবে বিষ মুক্ত ফল ও নিরাপদ সবজি উৎপাদনের মধ্যে দিয়েই সুস্থ জাতি গঠন সম্ভব। বাংলাদেশে আজ না খেয়ে মানুষ মৃত্যুবরণ করেনি এই আওয়ামীলীগ সরকারের আমলে। উপজেলা সসহকারী কমিশনার ভূমি মো. আলাউদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো আতিক উল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী পৌরসভার মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, মুক্তিযোদ্ধা এম এ বশর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আছহাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ সভাপতি রেজাউল করিম বাবুল, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, বোয়ালখালী প্রেসক্লাবের সাংগঠনিক সৈয়দ মো. নজরুল ইসলাম, কৃষক সেকান্দর প্রমুখ। কৃষক ও বোয়ালখালী উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে ১৫শত নারকেল চারা বিতরণ করেন সাংসদ নোমান আল মাহমুদ।

বোয়ালখালী,কৃষি,মেলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত