সিরাজগঞ্জে পৃথক দুটি এলাকায় মাদক বিরোধী অভিযানে সোয়া ১০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের বিপিএম (বার) পিপিএম (বার) দিক নির্দেশনায় বুধবার গভীর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজাসহ তারিককে (২৫) গ্রেফতার করা হয়। সে গাজিপুরের কালিয়াকৈর উপজেলার সাদুল্লাপুর গ্রামের কালুর ছেলে।
এদিকে মঙ্গলবার রাতে তাড়াশ উপজেলার ধামাইচ এলাকায় অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো, নাটোরের গুরুদাসপুর উপজেলার বিল কাঠুর গ্রামের শফিকুল ইসলাম (৩৫) ও তাড়াশ উপজেলার চরকুশাবাড়ী গ্রামের বাবলু হোসেন (৪৮) ও আব্দুল খালেক (৬৫)। এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি ৩’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।