ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাতির পিতার সমাধিতে ‌‌‌‌‌‌‌‘সুইড বাংলাদেশর’ শ্রদ্ধা 

জাতির পিতার সমাধিতে ‌‌‌‌‌‌‌‘সুইড বাংলাদেশর’ শ্রদ্ধা 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য ইন্টেলেকচুয়ালি ডিসএবল্ড, বাংলাদেশের (সুইড বাংলাদেশ) জাতীয় নির্বাহী কমিটি।

আজ শুক্রবার সকাল ১০ টায় সংগঠনের নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে তারা পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করা হয়।

এরপর নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া জাতির পিতার স্মৃতি বিজরিত স্থান সমূহ ঘুরে ঘুরে দেখেন। তারা স্বাক্ষর করেন পরিদর্শন বইতে। এসময় সুইড বাংলাদেশের মহাসচিব মো. মাহবুবুল মুনির, সাংগঠনিক সচিব মো. মাকসুদ আহমেদ শিকদার, প্রচার ও প্রকাশনা সচিব বকুল চন্দ্র মোহন্ত, ক্রীড়া সচিব মোঃ আব্দুর রাজ্জাক, কার্য নির্বাহী কমিটির সদস্য দীপঙ্কর অধিকারী, মো. রেজওয়ান মিয়া, মো. তৈয়ব উদ্দিন চৌধুরী, মির্জা মোঃ মনসুরুল হক, আবুল কালাম আজাদ সেলিম, মো. শাহ্ আলম সরকার মিন্টু, জওয়াহেরুল ইসলাম মামুন, মো: রফিকুল আলম খন্দকার, ইকবাল হোসেন হিমেল ,সুইড বাংলাদেশের উপদেষ্টা পরিষদের সদস্য জামাল উদ্দিন, টুঙ্গিপাড়া সুইড প্রতিবন্ধী স্কুলের সদস্য সচিব অধ্যাপক ওয়ালীউল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ,জাতি,পিতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত