সিরাজগঞ্জে আনন্দঘন পরিবেশে সাংবাদিকদের পুর্ণমিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। “এসো মিলি ঐক্যের বন্ধনে, উৎসবে বাঁধন প্রাণে প্রাণে” এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার দুপুরের দিকে সিরাজগঞ্জ পৌর কনভেনশন হলে এ সাংবাদিক পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠান উদ্বোধন করেন একুশে পদক প্রাপ্ত সাংবাদিক বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ। সাবেক অতিরিক্ত সচিব বিশিষ্ট সাংবাদিক প্রনোব নিয়োগীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, স্থানীয় এমপি অধ্যাপত ডা. হাবিবে মিল্লাত মুন্না এবং স্বাগত বক্তব্য রাখেন, সাংবাদিকদের পূর্ণমিলনী উৎসবের সদস্য সচিব ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সময়ের আলো পত্রিকার সাবেক নির্বাহী সম্পাদক শাওনেয়াজ দুলাল, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম প্রমূখ। এরআগে সাংবাদিকদের ট্রি শার্টসহ বিভিন্ন সামগ্রী উপহার দেয়া হয় এবং সাংবাদিকদের আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ শোভাযাত্রায় স্থানীয় এমপি ও সাংবাদিকগণ অংশগ্রহণ করেন এবং দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক ও অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে ৩ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন