ঢাকা ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ষোলমাইল জোরপুল এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তারা হলো, রংপুরের পীরগঞ্জ উপজেলার শিরমনি গ্রামের আকতার হোসেনের ছেলে শেখ কামাল হাসান (৫০) ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিলধলি গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে মমিনুল ইসলাম (৪৩)।

শুক্রবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. সামিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের বিপিএম (বার) পিপিএম (বার) দিক নির্দেশনায় বৃহস্পতিবার সন্ধায় উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এ প্রেস ব্রিফিংয়ে ওসি (ডিবি) রওশন আলী, পুলিশ পরিদর্শক জুলহাজ উদ্দীন ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মাদক,ব্যবসায়ী,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত