ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৮৬.৯৫, জিপিএ ৩৯০৭

নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৮৬.৯৫, জিপিএ ৩৯০৭

চলতি বছরে নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৮৬.৯৫ শতাংশ। এসএসসি ও সমমানে মোট জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৯০৭ জন।

এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৩৪ হাজার ২৯২ জন যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৯ হাজার ৮১৯ জন। এসএসসি পরীক্ষায় পাশের হার ৮৬.৬৪ শতাংশ। এ বছরে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৫০৫ জন। মোট ৩০ হাজার ৭৪জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৬ হাজার ৫৯ জন। এছাড়া চলতি বছরে দাখিল পরীক্ষায় পাশের হার ৮৭.১৬ শতাংশ।

দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ৪৩ জন। মোট ২ হাজার ৬৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৩৫০ জন। এসএসসি ভোকেশনালে পাশের হার ৯২.৬৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৩৫৯ জন। মোট ১ হাজার ৫২২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৪১০ জন। নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ ইউনুছ ফারুকী এর সত্যতা নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জ,পরীক্ষা,পাশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত