ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পাসের হার ও জিপিএ ৫ এ এগিয়ে মেয়েরা

এসএসসি : কক্সবাজারে পাসের হার ৭৭.২৫%, জিপিএ ৫ পেয়েছে ১৪০৬ জন

এসএসসি : কক্সবাজারে পাসের হার ৭৭.২৫%, জিপিএ ৫ পেয়েছে ১৪০৬ জন

সারাদেশে এক যোগে ঘোষিত এসএসসি পরীক্ষায় কক্সবাজার জেলায় পাসের হার ৭৭ দশমিক ২৫ শতাংশ। জেলায় মোট ১ হাজার ৪০৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে মেয়েরা। জেলায় মেয়েদের পাসের হার ৭৭ দশমিক ৬০ শতাংশ আর ছেলেদের পাসের হার ৭৬ দশমিক ৮১ শতাংশ। জেলায় মেয়েদের মধ্যে ৭৬০ জন আর ছেলেদের মধ্যে ৬৪৬ জন জিপিএ ৫ পেয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের শিক্ষা শাখা থেকে প্রাপ্ত তথ্য বিবরণীতে এসব নিশ্চিত হওয়া গেছে।

প্রাপ্ত তথ্য মতে, কক্সবাজার জেলায় এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ছিলেন ২৩ হাজার ২১০ জন। যার মধ্যে পাস করেছে ১৭ হাজার ৯২৯ জন। যেখানে ১২ হাজার ৮৭০ জন মেয়ের মধ্যে ৯ হাজার ৯৮৭ জন, ১০ হাজার ৩৪০ জন ছেলের মধ্যে ৭ হাজার ৯৪২ জন পাস করে। বিভাগ ভিত্তিক ফলাফলে বিজ্ঞানে পাসের হার ৯৪ দশমিক ১৭ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ২৫৬ জন, মানবিকে পাসের হার ৬৬ দশমিক ৭৬ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৩৪ জন, বাণিজ্যে পাসের হার ৮৪ দশমিক ৪৫ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১১৬ জন।##

এসএসসি,পাস,কক্সবাজার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত