বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গ্রেটার নোয়াখালীর প্রধান বানিজ্যিক নগরী চৌমুহনী পৌরসভার ৫০ বছর পূর্তি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে র্্যালী আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।
সকালে পৌর ভবনের সামনে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর পৌরসভার সামনে থেকে এক বর্ণাঢ্য রেলী ও শোভাযাত্রা বের হয়। রেলীতে নেতৃত্ব দেন নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য ও গ্লোব গ্রুপ অব কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্জ মামুনুর রশিদ কিরন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ মোঃ খালেদ সাইফূল্যাহ। রেলীটি ঢাকা- সোনাপুর মহাসড়কের চৌমুহনী-চৌরাস্তা সড়ক প্রদক্ষিন করে পৌর অডিটোরিয়ামে এসে শেষ হয়।
চৌমুহনী পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ মোঃ খালেদ সাইফূল্যাহর সভাপতিত্বে ও পৌরসভার সচিব মোঃ জাকির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য ও গ্লোব গ্রুপ অব কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্জ মামুনুর রশিদ কিরন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজীব, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আসিফ আল জিনাত, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেসমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সামছুদ্দীন সামছু, সাংবাদিক নাসির উদ্দিন বাদল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সফিউল আজম পিন্টু, চৌমুহনী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের প্রমুখ।
এতে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, চৌমুহনী পৌরসভার প্যানেল মেয়র তাকিব উদ্দিন চৌধুরী রাকিব, প্যানেল মেয়র সাহাব উদ্দিন কাজল, কাউন্সিলর এনায়েত উল্যা চৌধুরী রানা, কাউন্সিলর মঞ্জুর আলম মঞ্জু, কাউন্সিলর আবদুল্যাহ আদর, নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, হিসাব রক্ষক জইন উদ্দিন পাটোয়ারী, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম মানিকভূঁইয়া , মিজানুর রহমান, আজাদ ভুঁইয়া, আনোয়ারুল হায়দার, মোতাসিম বিল্লাহ সবুজ, আলা উদ্দিন শিবলু, মোজাম্মেল কামাল, আবু রায়হান সরকার সহ আরও অনেকে।
অনুষ্ঠানে পৌরসভার সাবেক ও প্রয়াত মেয়র সাহ আলম মিয়া, মোঃ ইউছুফ মিয়া সহ পাঁচ জন প্রয়াত মেয়র এর পরিবারকে মরণোত্তর সন্মানা ক্রেষ্ট প্রদান করেন পৌর মেয়র। এছাড়া প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের সন্মানা ক্রেষ্ট প্রদান করেন পৌর মেয়র। অনুষ্ঠানে আগত সকলের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। পরে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।