সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের দিয়ারবৈধ্যনাথ এলাকায় সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ সোহরাব আলীর (৭০) মৃত্যু হয়েছে। সে কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।
সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার সন্ধ্যায় উল্লেখিত স্থানে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা যাত্রী সোহরাব আলী গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।