নাশকতার মামলায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা জামায়াত ইসলামের আমিরসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলো, তাড়াশ উপজেলার শাকই গ্রামের মৃত বায়েজিদ আলী খন্দকারের ছেলে উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম সাকলাইন খন্দকার (৫৫), একই এলাকার হামকুড়িয়া গ্রামের মৃত আজিজ প্রামাণিকের ছেলে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহজাহান আলী (৪৮) ও পঙ্গুয়ারী গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে জামায়াত সমর্থক মতিউর রহমান (৫৫)। তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সরকারি কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে দায়ের করা একাধিক মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।