ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের স্বপ্ন দেখছেন তিস্তা পাড়ের মানুষজন’

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের স্বপ্ন দেখছেন তিস্তা পাড়ের মানুষজন’

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার দলীয় সফরে আসবেন রংপুরে । প্রধানমন্ত্রী রংপুরে আগমনে তিস্তা পাড়ের মানুষজন স্বপ্ন দেখছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের এবং আশায় বুক বেঁেধছেন রংপুরের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিবেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের।

প্রধানমন্ত্রী রংপুরে আগমন উপলক্ষে আওয়ামীলীগ এর স্থানীয় নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুন, পোস্টারে ভরেগেছে এলাকা। পাল্টেগেছে এলাকার রাজনীতির দৃশ্য, মাঠে দেখা যাচ্ছে নতুন নেতাকর্মীদের। এদরেকে অনেকে বলছেন মৌসমী পাখী। প্রায় সকল নেতাকর্মীরা ব্যস্ত সময় পাড় করছেন গ্রাম,মহল্লায় সভা করে, প্রধানমন্ত্রী রংপুরে আগমন উপলক্ষে জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিত করে জনসভাকে সফল করার জন্য।

সরজমিনে লালমনিরহাটের বিভিন্ন উপজেলার তিস্তা পাড়বাসীদের সাথে কথা বলে জানাগেছে, বর্তমানে তাদের একটাই দাবী, আমরা আর ত্রান চাই না, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। রংপুর বিভাগের উত্তরের জেলার মানুষ গুলোর ভাগ্য পরিবর্তন করতে হলে আগে প্রয়োজন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এ প্রকল্পের আওতায় তিস্তানদীর দুইপাড়ে ২২০ কিলোমিটার গাইডবাঁধ নির্মাণ হবে। তিস্তা নদী খনন ও ভাংগন রোধ, ব্যবসা-বাণিজ্যে, কৃষিতে অগ্রগতি সহ এতে কয়েক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। গড়ে উঠবে পরিকল্পিত আধুনিক শহর, নগর ও বন্দর। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা রংপুরে দলীয় জনসভায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষনা দিবেন।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রংপুরে আগমন উপলক্ষে হাতীবান্ধায় গ্রাম মহল্লায় সভা করছি আমরা দলীয় নেতাকর্মীরা, রংপুরের জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিত করার জন্য। লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি ও হাতীবান্ধা- পাটগ্রাম এলাকার মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এ এলাকার সমস্যা, সম্ভাবনা সহ এলাকার মানুষের প্রাণের দাবী তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তাঁর বক্তব্যে তুলে ধরবেন বলে আশা করছি।

বাস্তবায়ন,স্বপ্ন,মানুষ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত