ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল ফাইনাল, কৈলাটী ও চল্লিশ কাহুনিয়া প্রাথমিক বিদ্যালয়দল চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল ফাইনাল, কৈলাটী ও চল্লিশ কাহুনিয়া প্রাথমিক বিদ্যালয়দল চ্যাম্পিয়ন

নেত্রকোণার বারহাট্টায় আন্তঃইউনিয়ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৩ এর চূড়ান্তপর্বের খেলা সোমবার (৩১জুলাই) বিকেলের দিকে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় অংশগ্রহণকারীদের মধ্যে কান্দাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে ১-০ গোলে হারিয়ে কৈলাটী প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে।

অপরদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় টাই-ব্রেকারে ৫-৪ গোলে চল্লিশকাহুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়। এই খেলায় রানারআপ হয় জীবনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় দল।

খেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক, উপজেলা নির্বাহী অফিসার এস এম মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরী, ভাইসচেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, আসমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম ছন্দু, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাংগঠণিক সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, সাবেক ডিএডি মুক্তিযোদ্ধা মো. নূর উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আব্দুল মোমেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু,বঙ্গমাতা,ফুটবল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত