ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

টাঙ্গাইলে নতুন ৪০ জনের ডেঙ্গু শনাক্ত

টাঙ্গাইলে নতুন ৪০ জনের ডেঙ্গু শনাক্ত

টাঙ্গাইল জেলার ডেঙ্গুজ্বরের প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করছে। প্রতিদিনই ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জনের শরীরে ডেঙ্গুজ্বর শনাক্ত হয়েছে।

সোমবার (৩১ জুলাই) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় চলতি বছরের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ৪১৬ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩০৪ জন। বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন ১১২ জন। ১ জন রোগী মৃত্যুবরণ করেছেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া জানান, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২০ জন, নাগরপুরে ৬ জন, মধুপুরে ২ জন, মির্জাপুরে ১১ জন এবং গোপালপুর উপজেলায় ১ রয়েছেন।

টাঙ্গাইল,ডেঙ্গু,শনাক্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত