ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পুলিশের অভিযানে ৫টি মটরসাইকেল উদ্ধার

সিরাজগঞ্জে পুলিশের অভিযানে ৫টি মটরসাইকেল উদ্ধার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মালিক ও রেজিঃ বিহীন ৫টি মটরসাইকেল উদ্ধার করা হয়েছে। কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের বিপিএম (বার), পিপিএম (বার) দিক নির্দেশনায় গত ৩ দিনে ওই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

এ অভিযানে মালিক ও রেজিঃ বিহীন মটোর সাইকেল গুলো হলো, একটি কালো রংয়ের ১৬০ সিসি, নেভীব্লু রংয়ের ১৫০ সিসি, কালো রংয়ের ১৫০ সিসি, কালো-সবুজ রংয়ের ১২৫ সিসি ও লাল রংয়েরর ১৫০ সিসি পরিত্যাক্ত মটোর সাইকেল উদ্ধার করা হয়েছে। এ অভিযানে পুলিশের চৌকস দলের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজওয়ানুল ইসলাম। উল্লেখ্য, এরআগে ওই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো ১৪টি মটোর সাইকেল উদ্ধার করা হয়েছে।

সিরাজগঞ্জ,মটরসাইকেল,উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত