সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মালিক ও রেজিঃ বিহীন ৫টি মটরসাইকেল উদ্ধার করা হয়েছে। কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের বিপিএম (বার), পিপিএম (বার) দিক নির্দেশনায় গত ৩ দিনে ওই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
এ অভিযানে মালিক ও রেজিঃ বিহীন মটোর সাইকেল গুলো হলো, একটি কালো রংয়ের ১৬০ সিসি, নেভীব্লু রংয়ের ১৫০ সিসি, কালো রংয়ের ১৫০ সিসি, কালো-সবুজ রংয়ের ১২৫ সিসি ও লাল রংয়েরর ১৫০ সিসি পরিত্যাক্ত মটোর সাইকেল উদ্ধার করা হয়েছে। এ অভিযানে পুলিশের চৌকস দলের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজওয়ানুল ইসলাম। উল্লেখ্য, এরআগে ওই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো ১৪টি মটোর সাইকেল উদ্ধার করা হয়েছে।