ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শামীম ওসমান জনগণের ভোটে নির্বাচিত এমপি নন : সাবেক এমপি গিয়াস

শামীম ওসমান জনগণের ভোটে নির্বাচিত এমপি নন : সাবেক এমপি গিয়াস

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন একই আসনের বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে ইঙ্গিত করে বলেন, এই এলাকার যিনি এমপি রয়েছেন তিনি দাবি করেন তিনি জনগণের ভোটে নির্বাচিত এমপি। কিন্তু ।

তিনি স্লোগান ধরেন বারবার দরকার শেখ হাসিনার সরকার। তার সঙ্গে যেসব দোসর, সন্ত্রাসী রয়েছেন তারা কোটি কোটি টাকার সম্পদ লুন্ঠন করেছে। সে লিপ্সা তারা ভুলতে পারে না। তাই তারা আবারও অবৈধভাবে আবারও ক্ষমতায় আসতে চায়।

তারা জানে তাদের পেছনে মানুষ নাই। তারা রাজনৈতিকভাবে আমাদের মোকাবেলা করতে না পেরে পুলিশের উপর নির্ভর করে। আজ তাদের নৈতিক পরাজয় অনেক আগেই হয়ে গেছে এবং এই অবৈধ সরকারের অবৈধ এমপি বলেন বিএনপি কখনো ক্ষমতার মুখ দেখতে পারবে না।

আমরা তাকে বারবার বলেছি আমরা ক্ষমতায় আসার জন্য নয়, সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছি। তাদের বলতে চাই পুলিশ ছাড়া একবার আসেন তো, পারলে আমাদের মোকাবেলা করেন। তখন আপনারা পালানোর কোনো পথ পাবেন না। পুলিশ ছাড়া আসার মতো ক্ষমতা আপনাদের নারায়ণগঞ্জের কারো নেই। কারণ আপনি গডফাদার নামে পরিচিত। যারা তার হয়ে লুটপাট করে, টেন্ডারবাজি করে শুধু তারাই এখন আপনাদের সঙ্গে রয়েছে।

সোমবার (৩১ জুলাই) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় জেলা বিএনপির আয়োজিত জনসমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আপনার নেতার ধমকি ভয় পাই না। আপনার নেতা যখন পালিয়ে যাবেন আপনারা একজনও তার সঙ্গে যেতে পারবেন না। সবাইকে রেখে পালিয়ে যাবেন তিনি। আপনারা যারা রক্তচক্ষু দেখাচ্ছেন এইসব ভিডিও আমাদের কাছে থাকছে। এগুলোর হিসাব একদিন জনগণের কাছে দিতে হবে। এই গডফাদারের সঙ্গে যারা আছেন তারা সতর্ক হয়ে যান। আমাদের নেতাকর্মীদের পুলিশ দিয়ে ধরিয়ে দেন, আপনারা তাদের কাছে নাম দিয়ে মামলা করান। এগুলোকে আমরা ভয় পাই না। আপনাদের এই ভুয়া নেতা একদিন আপনাদের ছেড়ে চলে যাবেন।

তাই নারায়ণগঞ্জের অনেক নেতা এই ভুয়া নেতা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ওনার কোনো পদ-পদবী নাই। কারণ সবাই জানে তাকে পদ-পদবী দিলে দলটা পচে যাবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু,আড়াইহাজারের সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর, আড়াইহাজার বিএনপি নেতা মাহমুদুর রহমান সুমন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, লুৎফর রহমান খোকা, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভ্ইুয়া প্রমুখ।

জনগণ,ভোট,নির্বাচিত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত