ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে চোরাই মটরসাইকেলসহ গ্রেফতার ২

সিরাজগঞ্জে চোরাই মটরসাইকেলসহ গ্রেফতার ২

সিরাজগঞ্জের সলংগা থানার সমবায় ট্রাক ট্যাংক লরি ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে চোরাই মটোর সাইকেলসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব -১২ সদস্যরা।

তারা হলো, সলংগা থানার কাশিনাথপুর গ্রামের সবুজ (২৩) ও সোহেল রানা (২৫)। র‌্যাব -১২’র কোম্পানী কমান্ডার মোঃ আবুল হাশে সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মো. মারুফ হোসেন পিপিএম’র দিক নির্দেশনায় মঙ্গলবার মধ্যেরাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি চোরাই মটোর সাইকেলসহ ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ কাজে জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,মটরসাইকেল,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত