ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নাশকতার পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ৩২ নেতা-কর্মী গ্রেফতার

নাশকতার পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ৩২ নেতা-কর্মী গ্রেফতার

সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় জেলার সাত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- তালা উপজেলার জামায়াতে সাবেক আমির ডা.মাহমুদুল হক, সাতক্ষীরা শহর জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, ধুলিহর জামায়াতের আমির ইয়াসিন আলী, ইউনিয়ন জামায়াতের আমির ওসমান গনি, শহরের ৫ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল হান্নান সহ মোট ৩২ নেতাকর্মী।

পুলিশ জানায়, সোমবার (৩১ জুলাই) সকালে শহরের আমতলা এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই বিশাল ঝটিকা মিছিল বের করে জামায়াত। এরপর তারা নাশকতার চেষ্টা করছিলো। পরে গোপনসূত্রে খবর পেয়ে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্যের বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাতক্ষীরায়,জামায়াত,নাশকতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত