বরিশালে নতুন করে ৩১৪ জন ডেঙ্গু আক্রান্ত

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ১৮:৫০ | অনলাইন সংস্করণ

  বরিশাল ব্যুরো

গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে নতুন করে ৩১৪ জন ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩১৪ জন রোগী। এরমধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১৩১ জন, পটুয়াখালীতে ৫৯ জন, পিরোজপুরে ৫৭ জন, ভোলায় ৩৩ জন, বরগুনায় ২৮ জন ও ঝালকাঠিতে ছয়জন রোগী বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।