বঙ্গবন্ধু ছিলেন পরিবেশ ও প্রকৃতি প্রেমিক : নজিবুল ইসলাম

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ২৩:০৭ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন খাঁটি পরিবেশ ও প্রকৃতি প্রেমিক। বাল্যকাল থেকেই প্রকৃতির প্রতি ছিল অগাধ ভালোবাসা। বঙ্গবন্ধুর এই বৃক্ষপ্রেম দেশ স্বাধীন হওয়ার পর আরও বৃহত্তর পরিসরে বিকশিত হয়।

জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক সংকট নিরসনে জনগণের অংশগ্রহণের মাধ্যমে সামাজিক বনায়ন কার্যক্রমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি, কক্সবাজার - ৩ সংসদীয় আসনে আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ নজিবুল ইসলামের তত্ত্বাবধানে বুধবার (০২ আগস্ট) ঈদগাঁও ও চৌফলদন্ডি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্টিত হয়েছে।

এসময় কক্সবাজার পৌর আ.লীগ সভাপতি মোঃ নজিবুল ইসলাম বলেন, "বঙ্গবন্ধু নিবিড়ভাবে ভালোবেসেছিলেন বাংলার মাটি, মানুষ, পরিবেশ, প্রকৃতিকে। তিনি সর্বস্তরে বৃক্ষরোপণের ডাক দিয়েছিলেন, উপকূলীয় বনায়ন করেছিলেন, বন্যপ্রাণী রক্ষা আইন প্রণয়ন করেছিলেন, জলাভূমি রক্ষার রূপরেখা প্রণয়ন করে বহুমুখী কর্মকান্ড গ্রহণ করেছিলেন, যা ছিল সুস্থ এবং পরিবেশবান্ধব সমাজব্যবস্থার বহিঃপ্রকাশ।"

 

০২ আগস্ট সকালে চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এহসানুল হকের সভাপতিত্বে, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোঃ কায়েসের সঞ্চালনায় বক্তব্য রাখেন চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান।কক্সবাজার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি ডাক্তার পরিমল কান্তি দাস, সহ-সভাপতি মিজানুর রহমান, চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহজাহান মনির,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন আরফাত,সদর যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক কামাল প্রমুখ।