ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কিশোরের মৃত্যু

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কিশোরের মৃত্যু

সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলসড়কে উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে আব্দুর রহমান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের প্রবাসী একাব্বর হোসেনের ছেলে।

এদিকে তার সঙ্গে থাকা জিহাদ ও ফাহিম নামে আরও ২ কিশোর নিখোঁজ রয়েছে।

জিআরপি থানার পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে তিন বন্ধু ট্রেনে করে ঢাকায় যায় এবং ওইদিন রাতেই তারা ট্রেনে করে বাড়ি ফিরছিল। তবে রাতে তারা না ফিরে আসলেও বুধবার সকালে উল্লেখিত স্থানে রেল লাইনের পাশে আব্দুর রহমানের লাশ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহৃ রয়েছে। ধরাণা করা হচ্ছে, চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামার সময় মাথায় আঘাত পেয়ে মৃত্যু হয় এবং দুই বন্ধু ভয়ে পালিয়ে গেছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,উল্লাপাড়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত