ভাঙ্গনের কবলে মেরিন ড্রাইভ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ২০:০৩ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

বৈরী আবহাওয়ায় ৩ নম্বর সতর্ক সংকেতের পাশাপাশি সাগর উত্তাল রয়েছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এ পরিস্থিতিতে তীব্র ঢেউয়ের কবলে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের কয়েকটি স্পটে ভাঙ্গন দেখা দিয়েছে। 

বিশেষ করে বৃহস্পতিবার সকালে টেকনাফের পশ্চিম মুন্ডার ডেইল সংলগ্ন এলাকায় ৬০ মিটারের কাছা-কাছি সড়ক ভেঙ্গে গেছে। ইতিমধ্যে ভাঙ্গন রোধে সেনাবাহিনী কাজ শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এছাড়া গত দুই দিনে টেকনাফের বাহারছড়া, হাদুর ছড়া, দক্ষিণ মুন্ডার ডেইল এলাকায় কয়েকটি স্পটেও ভাঙ্গন দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

সাবরাং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের  ইউপি সদস্য মোহাম্মদ সেলিম বলেন, সাগরের ঢেউয়ের তোড়ে মেরিন ড্রাইভের বেশ কয়েকটি স্পটে ব্যাপক ভাঙ্গন ধরেছে। অন্য বারের তুলনায় এবারের ভাঙ্গন ব্যাপক। সাগরের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় সড়ক রক্ষায় দেয়া জিওব্যাগ দুর্বল হয়ে গেছে। আইন অমান্য করে মেরিন ড্রাইভের কাছ থেকে অনেকে বালু তুলে জমি ভরাট করেছে। এ কারণেও ভাঙ্গন তীব্র হচ্ছে।

স্থানীয় বাসিন্দা রেজাউল করিম বলেন, এর আগে কখনও এভাবে ভাঙ্গন ধরেনি মেরিন ড্রাইভে। সাগরের ঢেউয়ের উচ্চতা বেড়ে যাওয়ায় বড় বড় ঢেউ এসে আঁচড়ে পড়ে মেরিন ড্রাইভে। জিও ব্যাগ টপকে ঢেউগুলো সড়কে উঠেছে। যার কারণে সড়কটিতে ভাঙ্গন ধরেছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান বলেন, সাগরের জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি। মেরিন ড্রাইভের কয়েকটি স্পটে ভাঙন ধরেছে। তবে ভাঙন রোধে সেনাবাহিনী কাজ শুরু করছে। খুব কম সময়ে এই সমস্য সমাধান হবে।