রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন-এর সাথে আরসা সন্ত্রাসীর গোলাগুলি, অস্ত্রসহ আটক ৩
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ২১:০৩ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন-এর একটি টহল দলের উপর গুলি বর্ষণ করেছে মিয়ানমারের বিচ্ছিন্নবাদি সশস্ত্র সংগঠন আরসার সন্ত্রাসীরা। এসময় এপিবিএনও পাল্টা গুলি করে। টানা আড়াই ঘন্টা গোলাগুলির পর অস্ত্র সহ আরসার ৩ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টা থেকে ৭ টা পর্যন্ত উখিয়ার ৬ ও ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝামাঝি এই গোলাগুলির ঘটনা ঘটে।
এতে আটকরা হলেন, ৬ নম্বর ক্যাম্পের সোলাইমানের ছেলে আবুল হাসেম (৩০), ৭ নম্বর ক্যাম্পের আবদুস শরীফের ছেলে মো. রুহুল আমিন (২৩), ৫ নম্বর ক্যাম্পের আবদু মাজেদের ছেলে মো. কামরুল হাসান (২২)।
এসময় একটি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি, ৩ টি গুলির খোসা (কার্তুজ), ১ টি ক্লিনিং রড উদ্ধার করা হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর জানান, ভোরে রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল দল ৭ নম্বর ক্যাম্পের জি-৭ ব্লক এবং ৬ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের মাঝামাঝি এলাকায় পৌঁছলে আরসা সন্ত্রাসীরা এপিবিএন পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে। পরে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে ৩ জনকে অস্ত্র সহ আটক করতে সক্ষম হয়।
আমির জাফর জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।