সাতক্ষীরা সীমান্তে ৫ স্বর্ণের বারসহ আটক এক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ১৭:২৪ | অনলাইন সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি
ভারতে পাচারের সময় সাতক্ষীরার ছয়ঘরিয়া সীমান্ত এলাকা থেকে ৫পিচ স্বর্ণের বারসহ এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি ভারতে পাচারের সময় সাতক্ষীরার ছয়ঘরিয়া সীমান্ত এলাকা থেকে ৪০ লাখ টাকা মূল্যর ৬টি স্বর্ণের বারসহ মোস্তাফিজুর রহমান নামে একজন চোরাকারবারিকে আটক করেছে বিজিবির সদস্যরা।
আটককৃত মোস্তাফিজুর রহমান সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি ইউনিয়নের কালিয়ানী গ্রামের মোঃ শাহাদৎ হোসেনের ছেলে।শুক্রবার (৪ আগস্ট) দুপুরে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল
আশরাফুল হক জানান, সকাল ৭ টার দিকে সাতক্ষীরার ছয়ঘরিয়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার হচ্ছে, এমন গোপন সংবাদে বিজিবি কালিয়ানী বিওপির নায়েক মোঃ মোজাফ্ফর হোসেন নেতৃত্বে অভিযান চালায়।তিনি আরও জানান, বিজিবির কালিয়ানী বিওপির এলাকার মেইন পিলার ৭/৭০-এস হতে প্রায় ৮শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে সকাল আনুমানিক ৭টার দিকে স্বর্ণ পাচারকারী মোস্তাফিজুর রহমানকে আটক করে বিজিবির সদস্যরা। পরে তার তল্লাশী
করে ডান পায়ের জুতার ভিতরে কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় ৫টি স্বর্ণেবার উদ্ধার করা হয়।
জব্দকৃত এই সোনার ওজন ৪.৬৬ গ্রাম ৫৫০ মিলি গ্রাম। যার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৬৮২টাকা।তিনি আরও জানান, স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়াহয়েছে ও আটক মোস্তাফিজুর রহমানকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।