সিরাজগঞ্জের সলঙ্গা থানার চক চবিলা গ্রামে প্রতিপক্ষের মারপিটে আহত বৃদ্ধা হালিমা খাতুনের (৭০) মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত জুলমত আলী স্ত্রী।
এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো, ওই গ্রামের মোজাহার আলী ছেলে মেনহাজ আলী, স্ত্রী মিনা খাতুন ও মৃত জুব্বার আলী ছেলে আবুল কালাম। সলঙ্গা থানার ওসি এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত গ্রামের বেলাল হোসেন গং ও একই গ্রামের মোজাহার আলীর পরিবারের সঙ্গে বাড়ির সিমানা নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। এরই জের ধরে সোমবার বৃদ্ধা হালিমা খাতুনকে মারপিট করে মোজাহার আলী পরিবারের লোকজন। গুরুতর অবস্থায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসা শেষে বাড়ি ফিরে আনলেও আবারো তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
পুলিশ তার লাশ উদ্ধার করে শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।