রাজনৈতিক সংকট সমাধানে সংলাপের আহবানে পাবনায় ‘সুজন’র’ মানববন্ধন

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ১৭:০৪ | অনলাইন সংস্করণ

  পাবনা প্রতিনিধি

বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলসমুহরে মধ্যে সংলাপের আহবান জানিয়ে পাবনায়  মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। 

শনিবার সকাল ১১ টায় শহরের আব্দুল হামিদ সড়কে পাবনা প্রেসক্লাবের সামনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) পাবনা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সুজন’র পাবনা জেলা শাখার সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফ আলী, সদস্য সাংবাদিক কামাল আহম্মেদ সিদ্দিকী, শিক্ষক হেলেনা খাতুন, এডভোকেট আনোয়ার হোসেন, শিক্ষক রবিউল ইসলাম, নারী নেত্রী তুরানী বেগম, এনজিও কর্মী আব্দুর রব মন্টু, সাংবাদিক হাসান আলী, সমাজ কর্মী লুৎফর রহমান, নাসরিন পারভীন, সাংস্কৃতিক কর্মী ভাস্কর চৌধুরী, মনোয়ারা পারভীন প্রমুখ। 

বক্তারা বলেন, বিরাজনাম রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলসমুহরে মধ্যে সংলাপের বিকল্প নাই। আগামী জাতীয় নির্বাচনকে সামসে রেখে চলমান সংকট নিরসনে দেশের প্রতিটি রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ ঐক্যমতের ভিত্তিতে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের আহবান জানান। 
মানববন্ধনে আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি অংশ নেন।