ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সেন্টমার্টিনের ১৪ গ্রাম প্লাবিত, ভেঙ্গে গেছে ১২ বসত ঘর

সেন্টমার্টিনের ১৪ গ্রাম প্লাবিত, ভেঙ্গে গেছে ১২ বসত ঘর

সামুদ্রিক জোয়ারের ঢেউয়ের আঘাতে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের কমপক্ষে ১৪ টি গ্রাম প্লাবিত হয়েছে। জোয়ারের ঢেউয়ের আঘাতে ভেঙ্গে গেছে ১২ টি বসত ঘর। গত ৩ দিনের জোয়ারে এমন ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা।

সেন্টমার্টিনের সাবেক চেয়ারম্যান নুর আহমদ জানিয়েছেন, গত বৃহস্পতিবার থেকে জোয়ারের পানি স্বাভাবিক উচ্চতার চেয়ে কমপক্ষে ৪-৫ ফুট বৃদ্ধি পেয়েছে। এতে গত ৩ দিন ধরে কমপক্ষে ১৪ টি গ্রামের জোয়ারের পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে। দ্বীপের ৩ নম্বর ওয়ার্ড, ৮ নম্বর ওয়ার্ড, ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম অংশ, ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম-দক্ষিণ অংশ, ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম অংশের গ্রামগুলোতে জোয়ারের পানি প্রবেশ করছে। এতে গাছ ভেঙ্গে যাওয়া ছাড়াও কিছু ঘর ভেঙ্গে গেছে।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) খোরশেদ আলম জানান, দ্বীপের উত্তর পাশ হয়ে পশ্চিমের কিছু অংশ এবং পূর্বে জেটি ঘাট পর্যন্ত এলাকায় জোয়ারের ঢেউয়ের আঘাতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে আবাসিক হোটেল প্রিন্স হেভেনের অংশের ভাঙন ব্যাপক হয়েছে। ডেইল পাড়া এলাকার কমপক্ষে ১২ টি বসত ঘর ভেঙ্গে গেছে। যার মধ্যে জোয়ারের পানিতে ভেসে গেছে তিনটি বসত ঘর।

দ্বীপের বাসিন্দা আবু তালেব জানিয়েছেন, জোয়ারের পানি প্রবেশ করে বেশিক্ষণ স্থায়ী না হলেও লোনা পানিতে নানাভাবে ক্ষয়-ক্ষতি হচ্ছে। দ্বীপের উত্তর পাশ ঘীরে ভাঙন বেড়েছে ব্যাপক। স্থানীয় পুলিশ ফাঁড়ির নির্মাণাধিন ভবনের কাছাকাছি ভাঙন পৌঁছে গেছে। যেখানে অনেক ঘরও ভেঙ্গে যাচ্ছে।

এব্যাপারে সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, জোয়ারের পানিতে দ্বীপ প্লাবিত হয়েছে। ভাঙন তীব্র হচ্ছে। ১০ টি বসত ঘর সহ গাছ-পালা ভেঙ্গে গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান জানিয়েছেন, জোয়ারের পানি দ্বীপে প্রবেশ করে প্লাবিত হওয়ার তথ্য রয়েছে। তবে এখনও পর্যন্ত বিস্তারিত কোন তথ্য স্থানীয় চেয়ারম্যান অবহিত করেননি।

সেন্টমার্টিন,প্লাবিত,জোয়ার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত