ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় ৩ ছিনতাইকারী গ্রেফতার

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় ৩ ছিনতাইকারী গ্রেফতার

সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক ঘটনায় ৩ ছিনতাইকরীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো, পাবনার রাঘপপুর গ্রামের কাওসার (২৫), জীবন (২২) ও

শাহজাদপুরের দ্বারিয়ারপুর মহল্লার হৃদয় কুন্ডু (২৩)। শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান,শনিবার বিকেলে বাঘাবাড়ি নৌ-বন্দর এলাকায় সিএনজির চালক রনির গাড়ী থামিয়ে প্রথমে পুলিশ পরিচয়ে যাত্রীদের তল্লাশী করে ২ ছিনতাইকারী। এ সময় এক যাত্রীর কাছ থেকে তারা এক লাখ টাকা ছিনতাই করে। পরে ওই যাত্রী হানিফ বাঘাবাড়ি সিএনজির শ্রমিকদের ফোন করে এবং শ্রমিকেরা একটি কালো রংয়ের মটর সাইকেলসহ ওই ২ ছিনতাইকারীকে আটক করে। পরে গণধোলাই দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

তারা নিজেদের পুলিশ পরিচয়ে দেশীয় অস্ত্র নিয়ে সিএনজি ও মটর সাইকেল গতিরোধ করে এ মহাসড়কে মাঝেমধ্যেই ছিনতাই করে আসছিল ।

এদিকে ওইদিন সন্ধ্যায় বৃদ্ধ মাধবী রানী ঘোষ হাটতে বের হলে তার কান ছিড়ে দুল নিয়ে যায় ছিনতাইকারী হৃদয় কুন্ডু। এ সময় তার চিৎকারে স্থানীয়রা তাকে আটক করে এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,ছিনতাইকারী,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত