মুন্সিগঞ্জে ট্রলারডুবি: এখনও তিন শিশু নিখোঁজ
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০৭:৫৬ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের এখনও তিন শিশুর খোঁজ মেলেনি। তারা হলেন- খিদিরপুর গ্রামের রুবেল হোসেনের ছেলে মাহির (৫) ও কয়রাখোলা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আরিফ খানের ছেলে তোরান (৭) ও মেয়ে নাবা (৪)। নিখোঁজ তিন শিশুর অভিভাবক সহ স্থানীয়রা তাদের খুঁজছেন।
সিঙ্গাপুর প্রবাসী আরিফ খান বলেন, আমার ছেলে তোরান ও মেয়ে নাবার এখনও কোন খোঁজ পাইনি। তাদের খোঁজার জন্য আমি আজ সিঙ্গাপুর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যদি কেউ আমার ছেলে-মেয়ের খোঁজ পেয়ে থাকেন তাহলে ০১৮১৫২৭৩৮৭৯ নাম্বারে দয়া করে জানাবেন।
খিদিরপুর গ্রামের মিজানুর রহমান বলেন, এখনও তিন শিশুর কোন খোঁজ পাওয়া যায়নি। তবে বিভিন্ন দিক থেকে তাদের খোঁজা হচ্ছে।
উল্লেখ্য, গত শনিবার লৌহজং উপজেলার রসকাঠি এলাকার পদ্মার শাখা নদী দিয়ে বাড়ির দিকে আসার পথে বিপরীত দিক থেকে আসা খালি বাল্কহেডের ধাক্কায় সাথে সাথেই ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ৪৬ জনের মধ্যে ৩৬ জন প্রাণে বেঁচে যায়। আর বাকি ১০ জনের মধ্যে ৭ জনের মৃত্যু হয় ও বাকি তিনজন শিশুর এখনো নিখোঁজ রয়েছে।