ঈশ্বরদী কমিউটার এক্সপ্রেস ট্রেনের তেল চুরি

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ১৭:০৮ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ঈশ্বরদী কমিউটার এক্সপ্রেস ট্রেনের তেল চুরির ঘটনায় পাওয়ারকার ইলেকট্রিক ফিটার (ড্রাইভার) হেলাল উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এবং তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৭ আগস্ট) সকালে পাকশী রেলওয়ে বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) শাহ সূফী নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী পরিবহন কর্মকর্তা হারুন অর রশিদকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি সদস্যরা হলেন-পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী আরিফুল ইসলাম আরিফ ও নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডার একেএম সালেহ আকরাম।


ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, রোববার (৬ জুলাই) চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী আন্তঃনগর কমিউটার এক্সপ্রেস ট্রেন থেকে তেল চুরি করে বিক্রির সময় রেলওয়ে পাওয়ার কার ইলেকট্রিক ফিটার (ড্রাইভার) হেলাল উদ্দিন ও তেল ক্রেতা রোকনুজ্জামান রোকনকে (৪৫) হাতেনাতে আটক করেছে গোয়েন্দা শাখার একটি দল। তাদের নামে মামলা নথিভুক্ত করা হয়েছে।