সিরাজগঞ্জে শ্যালো মেশিনে গামছা পেঁচিয়ে কৃষকের মৃত্যু
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ১৭:৩৪ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে ইঞ্জিন চালিত শ্যালো মেশিনে গলার গামছা পেঁচিয়ে কৃষক মোনতাজ হোসেনের (৪৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই উপজেলার বড়ংঙ্গাইল গ্রামের বাসিন্দা। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে। চৌহালী থানার ওসি হারুনর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, যমুনা নদীতে মাছ ধরতে রোববার ভোরে একটি ইঞ্জিন চালিত একটি শ্যালো নৌকা নিয়ে বের হয় ওই কৃষক। দুপুরের দিকে নদীতে মাছ ধরার এক পর্যায়ে নৌকার ইঞ্জিন চালু করতে যায়। এ সময় গলার সাথে থাকা গামছা মেশিনের সাথে পেঁচিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে নৌকা ভাসতে ভাসতে দুরে গেলে অন্য নৌকার যাত্রীরা তার লাশ দেখতে পায় এবং পরিবারকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।