সিরাজগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ১৮:২৫ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুতী চারা বটতলা নামকস্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মহর আলী গোতনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। সে একই এলাকার
শিয়ালকোল গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
র্যাব -১২’র কোম্পানী কমান্ডার মো. আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অধিনায়ক মো. মারুফ হোসেন পিপিএম’র দিক নির্দেশনায় রোববার রাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৩২৫ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।