উখিয়ায় পাহাড় ধ্বসে  ২ রোহিঙ্গার মৃত্যু

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ১৪:৫৭ | অনলাইন সংস্করণ

  উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলা রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে। সোমবার ( আগস্ট ০৭) বিকাল ৫ টার দিকে বালুখালী পানবাজার ৯নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রোহিঙ্গা আনোয়ারুল ইসলামের স্ত্রী জান্নাত আরা (২৮) ও তার মেয়ে মাহিম আকতার (১২)।

এপিবিএন  সুত্রে জানা যায়, বালুখালী ৯নং ক্যাম্পে পাহাড়ধস প্রবন এলাকায় সতর্কতা জারি থাকলেও ঘনবসতি ও বাসযোগ্য স্থান না থাকায় কিছু সংখ্যক রোহিঙ্গা পাহাড়ের ঢালু এবং পার্শ্ববর্তী এলাকায় বসবাস করে আসছিল। তার মধ্যে নিহতের পরিবারও সেই পাহাড়ের ঢালু এলাকায় বসবাস করছিল।

ক্যাম্প ইনচার্জ অফিস সুত্রে জানা যায়, পাহাড়ধসের খবর পেয়ে তৎক্ষনাৎ উখিয়া ফায়ার সার্ভিস ও এপিবিএন পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌছে। পরে মাটি চাপা পড়া অবস্থা থেকে তাদের উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানার অফিসার ইনচার্জকে অবগত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএন-এর কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি)  মোঃ আমির জাফর, বিপিএম।