ঈশ্বরদীতে বালুর স্তূপে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ১৬:৫৫ | অনলাইন সংস্করণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদীতে বালুর স্তূপের নিচে চাপা পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (০৭ আগস্ট) উপজেলার পদ্মা নদীর তীরবতী সাড়া ইউনিয়নের ৫ নং ঘাট এলাকার বালু ব্যবসায়ী মারুফ হোসেনের বালুর খামালের বালুর নিচে চাপা পড়ে তাদের মৃত্যুর এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু বাড়ি সাঁড়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের পাথর পাড়া এলাকায়।
নিহতরা হলো সাঁড়া ৫ নম্বর ঘাট এলাকার হাসান আলীর ছেলে জিহাদ হোসেন (১০) ও একই এলাকার আশরাফুল ইসলামের ছেলে হিমেল (৯)। তারা দুজনই সাঁড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুই শিশু বিকেলে স্কুল ছুটির পরে বাড়িতে আসে। তারপর স্থানীয় বালু ব্যবসায়ী মারুফ হোসেনের বালুর খামালে খেলা করছিলেন। বৃষ্টিতে এক পর্যায়ে বালুর বড় স্তুপ ধ্বসে তাদের উপর চাপা পড়লে তাদের মৃত্যু হয়।
সন্ধ্যা পার হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের সদস্যরা তাদের খুঁজতে গিয়ে বালুর স্তূপে পা বের হয়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বালু ব্যবসায়ী মারুফ হোসেন বলেন, ওই দুই শিশু আমার বালুর খামালের পাশে খেলা করছিল। বৃষ্টি দেখে ঐ দুই শিশু বালুর খামালে গিয়ে বালু গর্ত করে বসে ছিলো। পরে বৃষ্টির পানিতে বালু ধসে তাদের উপর পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরকার বলেন, ঘটনা শুনে আমি হাসপাতালে গিয়েছিলাম। গিয়ে দেখি দুটি শিশুই মারা গিয়েছে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শফিকুল ইসলাম শামীম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসকরা তাদের মৃত অবস্থায় পান।