পাবনায় বেগম ফজিলাতুননেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপিত

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ১৭:০৪ | অনলাইন সংস্করণ

  পাবনা প্রতিনিধি

পাবনায় উৎসবমুখর পরিবেশে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উৎযাপিত হয়েছে। এ উপলক্ষে পাবনা জেলা প্রশান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা জেলা আওয়ামী লীগ, পাবনা পৌরসভা, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন কেক কাটা, র‌্যালী, দোয়া মাহফিল, বৃক্ষরোপন, এতিমদের মধ্যে খাবার বিতরণসহ নানা কর্মসুচী পালন করে।

মঙ্গলবার পাবনা জেলা প্রশাসন বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, ভাতা, সার্টিফিকেট ও সেলাই মেশিন বিতরণ, দোয়া মাহফিল করেছে। জেলা প্রশাসক মু.আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং লুৎফুন নাহার শারমীন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, কৃষি সম্প্রসারণের উপপরিচালক মো. জামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ আহমেদ, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, জেল সুপার নসির উদ্দিন প্রধান, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম প্রমূখ।

এছাড়া পাবনা জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনসমূহ পূষ্পার্ঘ অর্পন, দোয়া মাহফিল, আলোচনা সভার আয়োজন করেন। দলীয় কার্যালযে জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. আরেফা খানম এর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল।