সাঁথিয়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ১৯:১৬ | অনলাইন সংস্করণ
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার সাঁথিয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পরিষদের হল রুমে আলোচনাসভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক নেতা শফিকুল ইসলাম রিপনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহা. আলমগীর কবীর।
আরও বক্তব্য দেন, পৌর মেয়র মাহবুবল আলম বাচ্চু, উপজেলা ভাইচ চেয়ারম্যান সোহেল রানা খোকন, সেলিমা সুলতানা শিলা, সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সুজয় সাহা, বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, সাঁথিয়া প্রেসক্লাব সভাপতি মানিক মিয়া রানা প্রমূখ।
শেষে মহিলাবিষয়ক অধিপ্তর থেকে দর্জি বিজ্ঞানে প্রশিক্ষণ প্রাপ্ত ৭জন নারীকে আত্মকর্মসংস্থানের জন্য ৭টি সেলাই মেশিন এবং ৪জন মহিলাকে ২ হাজার করে টাকা প্রদান করা হয়।