সিরাজগঞ্জে ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালন
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ১৯:২৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মদিন পালিত হয়েছে। এ দিবসটি উপলক্ষে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ডিসি গার্ডেনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিকে পুস্পস্তবক অর্পণ করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না ও সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস।
এ সময় সাংস্কৃতিক সম্পাদক এস এম আরিফসহ ওই সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে এ দিবস উপলক্ষে উপজেলা গুলোতেও বঙ্গমাতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা, কেক কাটা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।