পিরোজপুর জেলা হাসপাতালে ডেঙ্গু রোগী বাড়ছে : ২৪ ঘন্টায় ভর্তি ৪৫ জন : মৃত্যু ১ জন

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ২১:১৯ | অনলাইন সংস্করণ

  পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর জেলার ৭টি উপজেলায় আবারও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। জেলা সিভিল সার্জন সুত্র জানায়, এই প্রথম জেলার মঠবাড়িয়া উপজেলায় গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১ জন রোগীর মৃত্যু হয়েছে।

জেলা হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে ১৪০ জন রোগী। জেলার নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে সবচেয়ে বেশী ভর্তি আছে ৩৫ জন। ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু থেকে এ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ২ জন।

এদিকে, একই দিন পিরোজপুর জেলা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জন শিশু রোগী ভর্তি রয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. নিজাম উদ্দিন জানান, প্রতিদিনই রোগী বাড়ছে, তবে আমরা নিজস্বভাবে কেউই সচেতন না হলে শুধুমাত্র চিকিৎসকের কাছে নিযে আসলেই চলবেনা।

এদিকে, শহরের বিভিন্ন ঔষধের ফার্মেসিতে আইভি স্যালাইনের সঙ্কট ও মূল্য বৃদ্ধি করেছে ব্যবসায়ীরা।