রাঙামাটিতে আশ্রয়নের ঘর পেয়েছে ২১৩ ভুমিহীন পরিবার

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ১৫:৩২ | অনলাইন সংস্করণ

  রাঙামাটি প্রতিনিধি

 

রাঙামাটিতে আশ্রয়নের-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ২১৩টি পরিবার পেয়েছে আশ্রয়ণ প্রকল্পের জমিসহ ঘর। বুধবার (৯ আগষ্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের এই ঘরের উদ্বোধন ঘোষণা করেন। এরপরই জেলার ছয়টি উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গৃহহীনদের মাঝে ঘরের দলিলপত্র বুঝিয়ে দেওয়া হয়।

রাঙামাটির কাউখালী উপজেলার গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তাস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদার, এমপি। 

এসময় রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরী, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, কাউখালী উপজেলা চেয়ারম্যান সামশুদোহা চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নুরীয়া, কাউখালী থানার ওসি পারভেজ আহমে প্রমুখ উপস্থিত ছিলেন।

মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্পে ভূমি ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষে ৪র্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে জেলার কাপ্তাই উপজেলায় ১১টি, কাউখালী উপজেলায় ৪৯টি, রাজস্থলী উপজেলায় ১টি, বরকল উপজেলায় ২০টি, বাঘাইছড়ি উপজেলায় ১০০টি ও লংগদু উপজেলায় ৩২টি ঘর পেয়েছে ভূমিহীন পরিবার।