ঠাকুরগাঁওয়ে আশ্রয়ন ঘর পেয়েছে আরো ৭৫১ টি ভুমিহীন পরিবার

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ১৫:৪২ | অনলাইন সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে  ৪র্থ পর্যায়ের ২য় ধাপে আরও ৭৫১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও নতুন গৃহ হন্তান্তর করা হয়েছে। 

বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়াম (বিডি) হলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের সাথে ঠাকুরগাঁওয়ে গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, সহকারি কমিশনার (ভ‚িম) তানজিলা তাসনিম প্রমুখ।