ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

 আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা দৃষ্টি প্রতিবন্ধী লিলির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

পাবনায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা দৃষ্টি প্রতিবন্ধী অসহায় লিলি বেগমের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দৃষ্টি প্রতিবন্ধী অসহায় লিলির চোখের চিকিৎসার প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিতে পাবনার জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (৯ আগস্ট) পাবনার বেড়া উপজেলার চাকলা আশ্রয়ণ প্রকল্পের জমিসহ ঘর হস্তান্তরকালে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

মুজিববর্ষ উপলক্ষ্যে ভুমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত জমিসহ ঘর হস্তান্তরকালে চাকলা ঈদগাঁ মাঠে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভুগিদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বক্তব্যদেন আশ্রয়ণের প্রকল্পের বাসিন্দারা স্বামী পরিত্যক্তা দৃষ্টি প্রতিবন্ধী লিলি বেগম। তিনি বলেন, সংসারকালে রোগে আক্রান্ত হয়ে হঠাৎ তার চোখ নষ্ট হয়ে যায়। তখন স্বামী তাকে ও তার সন্তানকে রেখে অন্যত্র চলে যায়। পরে বাবার বাড়িতে আশ্রয় নেয়। বাবা জায়গা জমি বিক্রি করেও তার চোখের চিকিৎসা শেষ করতে পারেনি।

লিলির কথা শুনে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি লিলির চোখের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেন এবং ঢাকা আই হসপিটালে খোঁজ নিতে বলেন। এসময় তার চিকিৎসার সকল ব্যবস্থা করার কথা জানান পাবনা জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান।

মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ৪র্থ পর্যায়ের ২য় ধাপে পাবনা জেলার পাঁচটি উপজেলায় ৬৪৬টি ঘর হস্তান্তর করা হয়। এর মাধ্যমে পাবনা জেলাকে ‘ক’ শ্রেণীর ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে ৪র্থ পর্যায়ের ২য় ধাপে পাবনার পাঁচটি উপজেলার মধ্যে চাটমোহরে ৭৮টি, ভাঙ্গুড়ায় ৪১টি, ফরিদপুরে ১১৩টি, সুজানগরে ৫৩টি এবং বেড়ায় ৩৬১টি ঘর হস্তান্তর করা হয়েছে। উপকারভোগীদের কবুলিয়াত ও নামজারী সম্পন্ন করে তাদের দখলও বুঝিয়ে দেয়া হয়েছে। এসময় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান আশ্রয়ণের বাসিন্দারা।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার এডভোকেট শামসুল হক টুকু এমপি, আহমেদ ফিরোজ কবির এমপি, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, রাজশাহী রেঞ্চের ডিআইজি আনিসুর রহমান, পাবনা জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান, পুলিশ সুপার মুন্সি আকবর আলীসহ স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী,প্রতিবন্ধী,দায়িত্ব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত