সিরাজগঞ্জে ডোবা থেকে নবজাতকের লাশ উদ্ধার
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ১৬:৪৯ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার সূবর্ণসাড়া মহাশ্মশান সংলগ্ন একটি ডোবা থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বেলকুচি থানার ওসি খাইরুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার বিকেলে ওই ডোবার কচুরিপানার মধ্যে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে।
কোন ওয়ারিশ ও অভিযোগ না থাকায় তার লাশ স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই নবজাতক কারো পাপের ফসল এবং ২/৩ দিন আগে কে বা কারা ওই কচুরিপানার মধ্যে নবজাতককে লুকিয়ে রেখেছে।এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।