ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ডোবা থেকে নবজাতকের লাশ উদ্ধার 

সিরাজগঞ্জে ডোবা থেকে নবজাতকের লাশ উদ্ধার 

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার সূবর্ণসাড়া মহাশ্মশান সংলগ্ন একটি ডোবা থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বেলকুচি থানার ওসি খাইরুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার বিকেলে ওই ডোবার কচুরিপানার মধ্যে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে।

কোন ওয়ারিশ ও অভিযোগ না থাকায় তার লাশ স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই নবজাতক কারো পাপের ফসল এবং ২/৩ দিন আগে কে বা কারা ওই কচুরিপানার মধ্যে নবজাতককে লুকিয়ে রেখেছে।এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

নবজাতক,লাশ,উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত